ঘষাঘষি না করে শুকানোর সময় দিন, কালি উঠবে না: রাবি উপাচার্য

By স্টার অনলাইন রিপোর্ট
16 October 2025, 06:48 AM
UPDATED 16 October 2025, 13:01 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, আমি বলব, আপনি যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কালি লাগানো মাত্র ঘষাঘষি না করেন, একটু শুকানোর সময় দেন, কালি উঠবে না, ইনশাআল্লাহ।

আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটারদের আঙুলের কালি মুছে যাওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

এর আগে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ভোটের পর হাতে যে কালি ব্যবহার করা হচ্ছে, সেটি অমোচনীয় নয়। এই কালি সহজেই মুছে যাচ্ছে।

এদিকে কালি প্রধান কোনো সমস্যা নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। তিনি বলেন, আমরা এই কালি ব্যবহার করছি, কারণ এটি ডাকসু ও জাকসু নির্বাচনেও ব্যবহৃত হয়েছে। যদি কেউ কালি লাগানোর পর সঙ্গে সঙ্গে পানি বা কোনো রাসায়নিক দিয়ে ঘষে, তবে সেটি মুছে যেতে পারে।

তিনি বলেন, তবে আমরা চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, যার মধ্যে রয়েছে ভোটারদের নাম ও ছবি সরকারি তালিকার সঙ্গে যাচাই করা। তাই ভুয়া বা একাধিক ভোট দেওয়ার কোনো ঝুঁকি নেই।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

সকাল ৯টায় এই ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের নয়টি অ্যাকাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে স্থাপিত ৯৯০টি বুথে ভোটগ্রহণ চলছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।