‘দেশের স্থিতিশীলতা যারা নষ্ট করতে চায়, তাদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে’
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্থিতিশীলতা যারা নষ্ট করতে চায়, তাদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।
আজ শুক্রবার বিকেলে ঢাকায় আয়োজিত এক আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, 'ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আমি এই ঘটনায় তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। গণতন্ত্রের পক্ষের আমাদে সবার উচিৎ এ ঘটনার তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানানো।'
'একইসঙ্গে বিএনপির দায়িত্বশীল একজন কর্মী হিসেবে আমাদের দায়িত্ব প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করা, যেন তারা প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নিতে পারে,' বলেন তিনি।
'দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে' মন্তব্য করে তারেক বলেন, 'আমরা দেখেছি গত এক বছরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সংগঠনের সদস্যরা হুমকি দিয়ে আসছে প্রকাশ্যে। তারা নির্বাচন হতে দেবে না। বাধাগ্রস্ত করবে বলে প্রকাশ্যে হুমকি দিয়েছে।'
তিনি আরও বলেন, 'একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশের দেশকে দেশের মানুষের শান্তি বা স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। এ কারণে বিএনপি এবং যারা বাংলাদেশের অস্তিত্বে স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করেন, আমাদের প্রত্যেকটি দল প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে।'
'কারণ যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায় তাদের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়,' যোগ করেন তিনি।
সবাইকে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'কেউ যেন কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়। যেকোনো মূল্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, যেন এই দেশের মানুষ তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে।'
