পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে দল থেকে বহিষ্কার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাবিবুর রহমানকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার জায়গায় জেলা শাখার সদস্য আবুল হাসানকে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি।
গতকাল সোমবার রাত ৮টায় পটুয়াখালী শহরের ইত্যাদি সড়কে দলটির জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা শাখার সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে হাবিবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। দলের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মাদ রেজাউল করীমের নির্দেশে এবং জেলা শাখার জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
পটুয়াখালীতে এই সংবাদ সম্মেলনের আগেই গতকাল সন্ধ্যা ৭টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন হাবিবুর রহমান। সেখানে তিনি পটুয়াখালী-৪ (কলাপাড়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। তবে তিনি অন্য কোনো রাজনৈতিক দল থেকে, নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন, তা নিশ্চিত করেননি।
লিখিত বক্তব্যে হাবিবুর রহমান বলেন, 'কলাপাড়া আমার নিজস্ব এলাকা। আপনাদের সেবায় আমি নিয়োজিত থাকতে চাই। তাই আমি এখানে ফিরে এসেছি।'