খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরবেন আশা চিকিৎসকদের: ডা. জাহিদ

By স্টার অনলাইন রিপোর্ট
2 December 2025, 06:45 AM
UPDATED 2 December 2025, 13:54 PM

কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়াকে মেডিকেল বোর্ড যে চিকিৎসা দিচ্ছে, সেটি উনি গ্রহণ করতে পারছেন বা আমরা বলি মেইনটেইন করতে পারছেন।

আজ মঙ্গলবার দুপুরে সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডা. জাহিদ বলেন, 'আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক খোঁজ রাখছেন। আমাদের মাধ্যমে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।'

হাসপাতাল কর্তৃপক্ষ, অন্তর্বর্তী সরকার ও বন্ধুপ্রতীম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য এ সময় তিনি দোয়া কামনা করেন। বলেন, 'আমরা এই সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে উনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাব্বুল আল-আমিন দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের উনার প্রতি ভালোবাসা ও দোয়ার কারণে হয়তো উনি এ যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।'

তিনি দল ও পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ সংযম ধারণ এবং কোনো ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকা ও গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, 'মেডিকেল বোর্ডের সদস্যরা উনাকে দেখেছেন। আজকেও যুক্তরাজ্য থেকে উনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন। উনার দেখার পর যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে, মেডিকেল বোর্ড মনে করে তখন যথাযথ সময়ে উনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।'

'আমাদের সব প্রস্তুতি আছে। মনে রাখতে হবে যে, রোগীর বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই,' যোগ করেন তিনি।