অচিরেই ফিরে দেশ ও দলের হাল ধরবেন তারেক রহমান: মির্জা আব্বাস

By স্টার অনলাইন রিপোর্ট
10 December 2025, 11:10 AM

তারেক রহমান অচিরেই দেশে ফিরে দল ও দেশের হাল ধরবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, 'আমাদের সবার গর্ব করা উচিত যে, আমরা এমন একজন নেতা ও নেত্রী পেয়েছি। অতঃপর তাদের উত্তরসূরি, আমাদের নেতা তারেক রহমানের মতো মানুষের সঙ্গে আমরা রাজনীতি করতে পেরেছি এবং করছি।'

তিনি বলেন, 'আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে দেশের মানুষের হাল ধরবেন, রাজনীতির হাল ধরবেন এবং নতুন নতুন চিন্তাচেতনার মাধ্যমে এ দেশের মানুষকে আরো এগিয়ে নিয়ে যাবেন, এটুকু আমি আশা করছি।'

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে 'গোটা জাতির অভিভাবক' বলে আখ্যা দেন মির্জা আব্বাস।

তিনি বলেন, 'দেশনেত্রীর অসুস্থতার সময়ে এটা প্রমাণ হয়েছে উনি শুধু দেশনেত্রী বা আমাদের নেত্রী নন। আমাদের গর্বের জায়গা বেগম খালেদা জিয়া এখন সারা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার একজন অভিভাবক।'

যোগ করেন, 'আমার এই বয়স পর্যন্ত দেখি নাই কোনো নেত্রীর জন্য, কোনো নেতার জন্য এত দোয়া হয়েছে দেশব্যাপী। এই দোয়ার কারণে হয়ত আল্লাহতায়ালা উনাকে আমাদের মাঝে আবার ইনশাল্লাহ ফিরিয়ে দেবেন।'

মির্জা আব্বাস আরও বলেন, 'এই দেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে খুব প্রয়োজন। এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে, বিএনপিকে পছন্দ করে না, তারাও স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সব মানুষের অভিভাবক।'