ধানমন্ডিতে মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২ জন গ্রেপ্তার
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স
রাজধানীর ধানমন্ডিতে মিছিল করার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন—নড়াইল জেলার মিলন খান (৩২) ও লক্ষ্মীপুর জেলার মো. শওকত (৩২)।
আজ রোববার সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল কাইয়ুম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে।
এসময় দুজনকে ব্যানারসহ আটক করা হয়। আটক শওকত একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।