খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

By স্টার অনলাইন রিপোর্ট
29 November 2025, 15:39 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ শনিবার রাত ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, 'খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আমরা যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে আলাপ করছি। এর ভিত্তিতেই তার চিকিৎসা অব্যাহত আছে এবং থাকবে।'

'আমরা আশ্বস্ত করতে চাই যে, তার জন্য সারা পৃথিবীর সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন, তা করার আয়োজন হয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব যখনই মেডিকেল বোর্ড তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে পরামর্শ দেবেন, আমরা জানাব,' বলেন তিনি।

এই চিকিৎসক বলেন, 'এই মুহূর্তে বলতে পারি তার (খালেদা জিয়া) অবস্থা গত ৩ দিন ধরে একই পর্যায়ে আছে। আমরা ডাক্তারি ভাষায় বলি চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, তা তিনি গ্রহণ করতে পারছেন।'

ডা. জাহিদ আরও বলেন, 'এই চিকিৎসা যেন তিনি গ্রহণ করে যেতে পারেন সেজন্য সবাই দোয়া করবেন। আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও সুপারিশের পরিপ্রেক্ষিতে।'