খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: খায়রুল কবির

By স্টার অনলাইন রিপোর্ট
29 November 2025, 07:15 AM
UPDATED 29 November 2025, 13:21 PM

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

তিনি বলেন, 'আমি জিজ্ঞাসা করেছিলাম, তারা (চিকিৎসক) বলেছে যে, ইমপ্রুভও করেনি, ডিক্রিসও করেনি।'

আজ শনিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

খায়রুল কবির বলেন, 'উনারা (চিকিৎসক) বললেন যে, এখনো কিছু বলা যাচ্ছে না কখন উন্নতি হবে।'

চিকিৎসকরা আশাবাদী জানিয়ে তিনি আরও বলেন, চিকিৎসকরা বলেছেন, তারা চেষ্টা করছেন। তারা আশা করছেন উন্নতি হবে। দেখা যাক।

উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো আলাপ হয়েছে কি না জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, 'এই ধরনের কথা এখনো আলোচনা হচ্ছে না। মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নেবে। এখন অবস্থার দ্রুত উন্নতি কীভাবে করা যায় তারা সেই চেষ্টা করছেন।'

মেডিকেল টেস্টের জন্য খালেদা জিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, 'এখন তার পরীক্ষা-নিরীক্ষা চলছে, হয়তো পরবর্তীতে আমরা জানতে পারবো।'

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন তিনি। খায়রুল কবির বলেন, 'আমরা তার জন্য অপেক্ষা করছি। উনি হয়তো যেকোনো সময় চলে আসতে পারেন।'