তাদের সঙ্গে জোট করব, যাদের অবস্থান সংস্কারের পক্ষে: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যাদের অবস্থান সংস্কারের পক্ষে এনসিপি তাদের সঙ্গে জোট করবে।
আজ রোববার ভোলায় এনসিপির সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে হাসনাত বলেন, 'সংস্কার না হলে নির্বাচন কীভাবে হবে। গণঅভ্যূত্থানের পর এই সরকারের যদি জুলাই সনদ ঘোষণা দেওয়ার ম্যান্ডেট না থাকে, তাহলে কোন ম্যান্ডেটে নির্বাচন দেবে? তবে নির্বাচন অবশ্যই ফেব্রয়ারিতে হতে হবে।'
'নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা এই সরকারকে জুলাই সনদের মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চান। সংস্কার প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করে অবশ্যই ফেব্রয়ারিতে নির্বাচন হতে হবে, বলেন তিনি।
এনসিপির এই নেতা বলেন, 'যারা জুলাই সনদ চায় না, তারা বাংলাদেশকে কোন দিকে নিতে চায়? তারা আসলে কীসের প্রস্তুতি নিচ্ছে? এ বিষয়টি জনগণের বুঝে যাওয়ার কথা। আমরা তাদের সঙ্গে জোট করব, যাদের অবস্থান সংস্কারের পক্ষে।'
'দুর্বলতা উত্তরণে যারা আমাদের পাশে আসবেন, আমাদের সঙ্গে থাকবেন, তাদের নিয়েই আমাদের জোট হতে পারে,' বলেন তিনি।
হাসনাত আরও বলেন, 'গণভোটের আদেশ অবশ্যই ড. মুহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা পক্ষ চায় চুপ্পু এই আদেশের সই করবে। চুপ্পুর কাছ থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয়, তাহলে আমাদের সবার নদীতে ডুবে যাওয়া ভালো।'