দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে: গয়েশ্বর

By স্টার অনলাইন রিপোর্ট
13 September 2025, 15:28 PM

দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে 'জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হিউম্যান রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (হিউরাফ) এই আলোচনা সভার আয়োজন করে।

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ৫ আগস্টের পর ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে মন্তব্য করে গয়েশ্বর বলেন, 'একসঙ্গে থাকলাম, একসঙ্গে জেল খাটলাম, যার যার ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এখন আমরা আগের মতো এক সুরে কথা বলতে পারি না।'

'আমরা ৩১ দফার ভিত্তিতে প্রায় ৬০টি দল একত্রিত হয়েছিলাম—ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে। সেখানে পিআর শব্দটা ছিল না। গণতন্ত্রের জন্য যদি এটা জরুরি হতো, তাহলে আজকে যারা পিআরের কথা বলছেন, তারা তো ৩১ দফায় মতামত দিয়েছেন! আমাদের তো ছিল ২৭ দফা, তিন মাস সময় লাগেছে ডান-বাম যা কিছু আছে, সবার সঙ্গে আলাপ করার পরে ২০২২ সালে আমরা যারা যুগপৎ আন্দোলনে একত্রিত ছিলাম, তাদের পক্ষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটা জাতির সামনে উপস্থাপন করেছেন। ৫ আগস্টের পর আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে তিনি এটাকে পুনর্ব্যক্ত করেছেন,' বলেন তিনি।

তিনি বলেন, 'আমরা গণতন্ত্র চাই কিন্তু আমার কাছে মনে হয়, গণতন্ত্রের মানেটা আমি কী পেলাম, কী পেলাম না। আমি যদি পাই তাহলে গণতন্ত্র আছে, আর আমি যদি না পাই তাহলে গণতন্ত্র নাই।'

যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছেন, তারা নতুন করে আবার বৈষম্য সৃষ্টি করছেন মন্তব্য করে তিনি বলেন, 'তাহলে আমরা কী স্বপ্ন দেখলাম, আর আমরা কোন পথে এগোচ্ছি?'

এই বিএনপি নেতা আরও বলেন, 'আমি তাদের মৌলবাদী বলি না। তারা এখন বেহেস্তের টিকিট বিক্রি করছে। অর্থাৎ, তাগো লগে থাকলে আপনি বেহেস্তে যাবেন, আর তাগো লগে না থাকলে আপনি দোজখে যাবেন। আর নিজেরা বেহেস্তে যাবে কি না সেই কথা কিন্তু তারা জানে না। আমি বলব সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে। আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে এখন সাম্প্রদায়িকতার উগ্র উন্মাদনা সৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার মধ্য দিয়ে মব তৈরি হয়।'

গয়েশ্বর বলেন, 'আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি, তাহলে সাম্প্রদায়িকতা হবে ফ্যাসিবাদের চেয়ে দ্বিগুণ কঠিন। এই আধুনিক বিশ্বে মুক্ত চিন্তা, প্রতিভার বিকাশ এরা করতে দেবে না।'

বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে, উল্লেখ করেন তিনি।