ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকে বিএনপির প্রতিনিধি যারা

By স্টার অনলাইন রিপোর্ট
2 June 2025, 06:49 AM

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠক আজ সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে।

আজ বিকেল ৪টায় রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে বৈঠকে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

প্রতিনিধি দলে থাকছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।