বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আ. লীগের মঞ্চ তৈরি বন্ধ করল পুলিশ

By স্টার অনলাইন রিপোর্ট
27 October 2023, 10:59 AM
UPDATED 27 October 2023, 17:39 PM

পুলিশের অনুমতি পাওয়ার আগেই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মঞ্চ নির্মাণের চেষ্টায় বাধা দিয়েছে পুলিশ।

আজ শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে গুলিস্তান থানার আউটবক্সের ইনচার্জ ওবায়দুর রহমান অস্থায়ী মঞ্চের কাজ বন্ধ করে দেন।

এর আগে সেখানে মঞ্চ তৈরির কাজ করছিল কিছু কর্মী। 

সেখানে গিয়ে পুলিশ কর্মকর্তা ওবায়দুর রহমান মঞ্চ তৈরির কাজ বন্ধের নির্দেশ দিয়ে বলেন, 'পুলিশের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত কাজ বন্ধ রাখতে হবে।'

এ বিষয়ে জানতে চাইলে তিনি দ্য ডেইলি স্টারকে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

জানতে চাইলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা পুলিশের অনুমতি চেয়েছি সমাবেশের জন্য।'

তিনি আরও বলেন, 'পুলিশ কিছু তথ্য জানতে চেয়েছে এবং আমরা তাদের সেগুলোর উত্তর দিয়েছি। পুলিশ শিগগির তাদের সিদ্ধান্ত জানাবে।'

'ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সম্মানে মঞ্চ তৈরির কাজ বন্ধ রেখেছি,' যোগ করেন তিনি।