মহাসমাবেশে যাওয়ার পথে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

By স্টার অনলাইন রিপোর্ট
28 July 2023, 10:12 AM
UPDATED 28 July 2023, 16:16 PM

রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশে যাওয়ার পথে অসুস্থ হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান (৬২)।

আজ শুক্রবার নারায়ণগঞ্জ থেকে নেতাকর্মীদের নিয়ে সমাবেশে যোগ দিতে ঢাকায় আসেন তিনি। দুপুর ১২টা ৪৫ মিনিটে নয়াপল্টন সমাবেশস্থলে যাওয়ার সময় দৈনিক বাংলা মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাহমুদুর।

নিহতের বড় ভাই মাসুদ রানা জানান, দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহমুদুর দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন বলেও জানান তিনি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, মাহমুদুর রহমানের মরদেহ মর্গে রাখা হয়েছে।