পর্যাপ্ত লোকবল না থাকলে আ. লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি নয়: ডিএমপি

By স্টার অনলাইন রিপোর্ট
27 July 2023, 07:37 AM
UPDATED 27 July 2023, 13:40 PM

আশুরার মিছিল ও ভিআইপি চলাচলের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার পর পুলিশে পর্যাপ্ত লোকবল না থাকলে আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে তিনি এ তথ্য জানান।

খন্দকার গোলাম ফারুক বলেন, আমরা আমাদের অফিসারদের সঙ্গে আলোচনা করছি। আসন্ন আশুরার মিছিল ও ভিআইপি চলাচলের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার পর যদি বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশে নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত লোকবল থাকে, তাহলে তাদের অনুমতি দেওয়া হবে। তা ছাড়া অনুমতি দেওয়া সম্ভব হবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ গণগ্রেপ্তার করছে না। যাদের বিরুদ্ধে মামলা আছে, কেবল তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে।