ডিএমপির ফিন, কোরি ও স্যাম অবসরে, ২৫ নভেম্বর নিলাম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কে-নাইন দলে বহু বছর ধরে কাজ করেছে ফিন, কোরি ও স্যাম নামে তিনটি কুকুর। এখন তারা অবসর জীবনে যেতে প্রস্তুত। দীর্ঘদিনের বিশ্বস্ত এই চারপেয়ে সঙ্গীদের নতুন জীবন আরামদায়ক ও নিরাপদ করতে নতুন মালিক খুঁজছে ডিএমপি।
ফিন, কোরি ও স্যাম দিনের পর দিন গন্ধ শুঁকে বিপদ শনাক্ত করেছে, অপরাধস্থল পাহারা দিয়েছে এবং তাদের পরিচালনাকারীদের পাশে দাঁড়িয়েছে বিশ্বস্ততার সাথে। তাদের অবসর জীবন খাঁচায় বা তারের বেড়ার পেছনে না কাটুক, নতুন পরিবারের সাথে উষ্ণ ঘরে আদরে থাকুক—এমনই আশা ডিএমপির।
ডিএমপি জানিয়েছে, এই তিন কুকুরকে ২৫ নভেম্বর মিরপুর-১৪ পুলিশ লাইন্সের ক্যানাইন ইউনিটে নিলামের মাধ্যমে নতুন মালিকের কাছে হস্তান্তর করা হবে।
এই তিনটি কুকুরই যুক্তরাজ্যে জন্মানো ও প্রশিক্ষিত। পরে তারা ঢাকার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষায়িত কে-নাইন টিমে যুক্ত হয়।
ফিন পুরুষ ল্যাব্রাডর কুকুর। কোরি স্ত্রী ল্যাব্রাডর। আর স্যাম পুরুষ জার্মান শেফার্ড। তিনটির বয়সই আট বছর। এত বয়সের কারণে তারা আর বিস্ফোরক শনাক্ত করা, অনুসন্ধান অভিযান বা টহলদায়িত্বের মতো কঠিন কাজ করতে পারছে না।
তবে কর্মকর্তাদের ভাষ্য, তাদের স্বাস্থ্য এখনো ভালো আছে এবং সহজেই পোষা প্রাণী হিসেবে স্বাভাবিক জীবন কাটাতে পারবে।
সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাসান বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবহৃত কুকুরদের নির্দিষ্ট সেবাকাল থাকে। পুলিশ সদর দপ্তরের অনুমতি নিয়ে আমরা তাদের নিলামে তুলতে যাচ্ছি। আমরা চাই, তারা যেন জীবনের বাকি সময়টা নিরাপদ ও সেনহময় পরিবেশে কাটাতে পারে। নিলাম পশু কল্যাণ আইনের নিয়ম মেনে করা হচ্ছে।'
নিলামের বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যবসায়ী, নিলামকারী, ঠিকাদার এবং কুকুরপ্রেমীদের এই উন্মুক্ত নিলামে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। নিলাম শুরু হবে ২৫ নভেম্বর দুপুর ১২টায় এবং কুকুর তিনটির নতুন মালিক না পাওয়া পর্যন্ত এই নিলাম চলবে।
নিয়মও সহজ। আগ্রহীরা অংশ নিতে চাইলে আগে এক হাজার টাকা জমা দিতে হবে। যিনি বেশি দাম হাকবেন, তিনি কুকুর পাবেন। চূড়ান্ত দামসহ ১০ শতাংশ আয়কর ও সাড়ে ৭ শতাংশ ভ্যাট পরিশোধ করে প্রাণীটিকে নিতে হবে।
কুকুরগুলো আলাদা আলাদা নিলামে উঠবে। আগ্রহীরা ডিএমপির ডেপুটি কমিশনারের (স্পেশাল অ্যাকশন গ্রুপ) সঙ্গে যোগাযোগ করে কুকুরগুলো সরেজমিনে দেখতে পারবেন। নিলামে জেতার পর তিন দিনের মধ্যে মূল্য পরিশোধ করে কুকুর নিয়ে যেতে হবে।
আরও তথ্য জানতে যোগাযোগ করা যাবে ০১৩২০-০৪৬৩৫৬ নম্বরে।