স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের আহ্বান ডাকসু ভিপির
আবু সাদিক কায়েম। ছবি: ফেসবুক থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার আহ্বান জানিয়েছেন।
নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে তিনি লিখেছেন, 'আমাদের ভাই ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও।'
এই কর্মসূচির জন্য তিনি জমায়েতের স্থান হিসেবে ডাকসু ভবন ও সময় দুপুর ১২টার কথা উল্লেখ করেছেন।
তিনি লিখেছেন, 'ছাত্রজনতাকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহ্বান।'