কেরানীগঞ্জে ভবনের আগুন নিয়ন্ত্রণে ১৪ ইউনিট, ৪৫ জন উদ্ধার

By স্টার অনলাইন রিপোর্ট
13 December 2025, 05:37 AM
UPDATED 13 December 2025, 12:22 PM

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪টি ইউনিট।

আজ শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। মিডিয়া সেল জানায়, বাবুবাজারের জমেলা টাওয়ার নামে একটি ভবনের নিচতলায় আগুন লেগেছে।

খবর পেয়ে প্রথমে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। 

পরে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  ভবন থেকে ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল থেকে সুতা ব্যবসায়ী রাজু এন্টারপ্রাইজের মো বশির বলেন, ভোরবেলা খবর পেয়ে ঢুকতে যাই। কিন্তু পারিনি। কালো ধোঁয়া। কিছু দেখা যায় না, চোখ দিয়ে পানি পড়ছিল। পরে ফায়ার সার্ভিস আগুন একটু নিয়ন্ত্রণে আনার পর ১০টার দিকে ভেতরে ঢুকে কিছু মালামাল উদ্ধার করতে পারি।

স্থানীয়রা জানান, বেজমেন্টে ঝুট কাপড় রয়েছে। ঝুটের মধ্যেই আগুন ধরেছে বা ঝুটের কারণে আগুন ছড়াতে পারে বলে ধারণা ওই ভবনের ব্যবসায়ীদের। 

তবে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানায়নি।

ভবনের প্রথম দুই তলায় মার্কেট। উপরে আবাসিক। পাঁচতলার বাসিন্দা আবির জানান, আগুন লাগার ১৫-২০ মিনিটের মধ্যেই তারা টের পান। রুমে ধোঁয়া ঢুকতে থাকে। এর মধ্যেই আগুন আগুন বলে অন্যান্য ফ্ল্যাট থেকে চিৎকার শুনতে পান। দরজা খুলে দেখেন, ওপর থেকে মানুষ নিচে নামছে। জাবালে নূর বিল্ডিংয়ে মোট পাঁচটি এক্সিট পয়েন্ট।