অবহেলিত মাঠেই কাল থেকে শুরু জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

মংসিং হাই মারমা
মংসিং হাই মারমা
8 December 2025, 16:09 PM

বান্দরবানে প্রায় পরিত্যক্ত অবস্থায় থাকা জেলা স্টেডিয়ামেই শুরু হচ্ছে পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫।

আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় কিক-অফের মধ্য দিয়ে শুরু হবে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতা, যা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে আয়োজন।

আজ সোমবার জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

20251208_115929.jpg
ছবি: মংসিং হাই মারমা/স্টার

তিনি বলেন, 'এ বছর জেলার সাতটি উপজেলা ফুটবল দল এবং বান্দরবান সদর ফুটবল দলসহ মোট আটটি দল অংশ নিচ্ছে। বিজয়ী দলকে দেওয়া হবে গোল্ডকাপ ট্রফি। অংশগ্রহণকারী প্রতিটি দলও পাবে আকর্ষণীয় পুরস্কার।'

তিনি আরও বলেন, 'যুবসমাজকে মাদকমুক্ত রাখা, নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়ার বিস্তারের লক্ষ্যেই আমাদের এ আয়োজন।'

তবে, টুর্নামেন্ট শুরুর একদিন আগে আজ সরেজমিনে দেখা যায়, শেষ মুহূর্তে চলছে মাঠ সাজানোর কাজ। দুপুরের রোদে এক কর্মচারীকে ঘাস কাটার মেশিন চালাতে দেখা যায়। তবে মাঠের চারপাশে গ্যালারির সামনে থাকা লোহার গ্রিলে ঝুলে আছে লতাগুল্ম, বিভিন্ন স্থানে হাঁটু সমান ঘাস।

মাঠের দক্ষিণ পাশে রয়ে গেছে একটি ডোবা। গ্যালারির কিছু অংশে দেখা গেছে জরাজীর্ণ কাঠামো।

20251208_115703.jpg
ছবি: মংসিং হাই মারমা/স্টার

জেলা ক্রীড়া শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, 'আমি গত বছরের নভেম্বরে যোগদান করেছি। মাঠটি আমাদের ক্রীড়া শিক্ষা অফিসের আওতাধীন নয়, জেলা ক্রীড়া সংস্থা কমিটির মাধ্যমে পরিচালিত হয়। বড় কোনো ইভেন্ট হলে আমি মাঠে আসি। কমিটির সভাপতি জেলা প্রশাসক এবং আমি সদস্য সচিব।'

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, 'মাঠটি দীর্ঘদিন অবহেলায় পড়ে ছিল। গেটে তালা ঝুলে থাকত। গ্যালারির নিচে কেউ কেউ বাসাও বানিয়ে ফেলেছিল। দায়িত্ব নেওয়ার পর অবৈধ দখল উচ্ছেদ করেছি। এখন পুরো মাঠটি সংস্কারের উদ্যোগ নিয়েছি।'

তিনি আরও বলেন, 'বান্দরবানের এটি একমাত্র বড় খেলার মাঠ। সংস্কার শেষ হলে শিশু-কিশোর থেকে বয়স্ক, সবাই আবার খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ পাবে।'