গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ২ জনের মৃত্যু

By নিজস্ব সংবাদদাতা, জামালপুর
8 December 2025, 12:19 PM
UPDATED 8 December 2025, 18:26 PM

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুজনের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত কানকু মিয়া বানিয়াপাড়া গ্রামের মৃত মকজল হোসেনের ছেলে এবং কমল মিয়া পোড়াভিটা গ্রামের বাসিন্দা। তারা দুজন সম্পর্কে বেয়াই।

পরিবারের বরাত দিয়ে পাররামরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম মিয়া জানান, কমল মিয়া রোববার বেয়াই কানকু মিয়ার বাড়িতে বেড়াতে যান। দুপুরে বাড়ির পাশের দোকানে চা খাওয়ার সময় হঠাৎ কানকু মিয়ার পেট ব্যথা শুরু হয়। তখন কমল পাঞ্জাবির পকেটে থাকা ইঁদুর মারার ট্যাবলেট গ্যাসের ওষুধ ভেবে দুজনে সেবন করেন। 

তিনি আরও বলেন, কিছুক্ষণ পর দুজনই অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাদের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কানকু মিয়ার মৃত্যু হয়। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় কমল মিয়াও মারা যান।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।