ঋতুপর্ণা চাকমাসহ ৪ নারী পাচ্ছেন রোকেয়া পদক

By স্টার অনলাইন রিপোর্ট
7 December 2025, 16:15 PM

স্ব স্ব ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর রোকেয়া পদক পাচ্ছেন চার নারী।

আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে।

নারী শিক্ষা খাতে ড. রুভানা রাকিব, শ্রম অধিকার আন্দোলনে ভূমিকার জন্য কল্পনা আক্তার, মানবাধিকার খাতে অবদানের জন্য ড. নাবিলা ইদ্রিস এবং ক্রীড়ায় নারী জাগরণ সৃষ্টিতে ভূমিকার জন্য ঋতুপর্ণা চাকমা এবার এই পদকের জন্য নির্বাচিত হয়েছেন।

আগামী ৯ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করবে সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।