ডিবি হেফাজতে প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ রোববার বিকেল ৪টার দিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিকাল ৪:০০ টার দিকে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি জানায়, রাজধানীর মালিবাগ এলাকা থেকে সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নেওয়া হয়েছে।
তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি না, জানতে চাইলে ডিবি কর্মকর্তা শফিকুল বলেন, 'তার সঙ্গে কথা বলা হচ্ছে।'
শওকত মাহমুদ বিএনপির ভাইস চেয়ারম্যানও ছিলেন। দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৩ সালের মার্চে তাকে বহিষ্কার করা হয়েছিল।
চলতি বছরের এপ্রিলে চলচ্চিত্র অভিনেতা ও সড়ক নিরাপত্তা আন্দোলনের কর্মী ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হয় জনতা পার্টি বাংলাদেশ। সাংবাদিক শওকত মাহমুদকে দলের মহাসচিব মনোনীত করা হয়।
শফিকুল দ্য ডেইলি স্টারকে বলেন, সেপ্টেম্বরে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রমনা থানায় দায়ের করা মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, 'তদন্তকারীরা ওই ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি খুঁজে পেয়েছেন।'
মামলার বিবরণ অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনায়েত স্বীকার করেছেন যে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে এসেছিলেন। প্রাথমিকভাবে তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনে পাওয়া তথ্য থেকে এই দাবির সমর্থন পাওয়া গেছে।
এনায়েতকে ১৩ সেপ্টেম্বর ঢাকার মিন্টো রোড থেকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়।
১৪ সেপ্টেম্বরে রমনা থানার উপপরিদর্শক আজিজুল হাকিম এ মামলা দায়ের করেন।
