কুলাউড়া সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

By নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার
4 December 2025, 14:12 PM
UPDATED 4 December 2025, 20:16 PM

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে জানান, আজ বৃহস্পতিবার দুপুরে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

ওসি বলেন, 'নিহত সুখিরাম উরাং (২৮) মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার দাসনু উরাংয়ের ছেলে। দুপুরের দিকে তিনি সীমান্তের ১৮৪৪ নম্বর পিলারের পাশের জমিতে কাজ করছিলেন।'

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, সীমান্তের শূন্যরেখা অতিক্রমের ফলে গুলিবিদ্ধ হয়ে ওই বাংলাদেশি তরুণ নিহত হয়ে থাকতে পারেন। বিষয়টি যাচাই করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দুপুর দেড়টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সুখিরামকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে যান।

কুলাউড়া উপজেলা পরিবার ও স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, 'সুখিরামের পিঠে গুলি লাগলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।'

কুলাউড়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনার আগেই সুখিরামের মৃত্যু হয়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।