ডেমরায় ৪ গ্রেনেড উদ্ধার

By স্টার অনলাইন রিপোর্ট
29 November 2025, 18:18 PM
UPDATED 30 November 2025, 02:31 AM

রাজধানীর ডেমরা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাব-১০। 

শনিবার রাতে ডেমরার সারুলিয়া এলাকা থেকে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়। র‌্যাব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সারুলিয়ার গরুর হাটের কাছে একটি ঝোপে তল্লাশি চালিয়ে চারটি গ্রেনেড উদ্ধার করেছে।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, গ্রেনেডগুলোর সিরিয়াল নম্বর মুছে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত বছরের ৫ আগস্ট ঢাকার কয়েকটি থানায় হামলার সময় এগুলো লুট করা হয়েছিল।