যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো আরও ৩৯ বাংলাদেশি

By স্টার অনলাইন রিপোর্ট
28 November 2025, 11:48 AM

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরও ৩৯ বাংলাদেশিকে।

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টায় একটি বিশেষ মার্কিন সামরিক বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিমানবন্দর কর্তৃপক্ষ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এ তথ্য নিশ্চিত করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নামার পর ওই বাংলাদেশিদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহন সহায়তা ও জরুরি সেবা দেওয়া হয়।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ২৬ জন নোয়াখালীর। বাকিরা কুমিল্লা, সিলেট, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের বাসিন্দা।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানায়, ৩৯ জনের মধ্যে অন্তত ৩৪ জন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে ক্লিয়ারেন্স নিয়ে বৈধভাবে ব্রাজিল গিয়েছিলেন। ব্রাজিল থেকে তারা মেক্সিকো হয়ে কোনো কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।

বাকি ৫ জনের মধ্যে ২ জন সরাসরি যুক্তরাষ্ট্রে যান এবং ৩ জন দক্ষিণ আফ্রিকা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।

এসব বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে থাকার আবেদন করলে প্রশাসন আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।

ব্র্যাক মাইগ্রেশন অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্মের অ্যাসোসিয়েট ডিরেক্টর শরিফুল হাসান বলেন, 'পর্যাপ্ত নজরদারির অভাবেই অবৈধ পথ বেছে নিতে পারে এসব বাংলাদেশিরা।'

তিনি আরও বলেন, 'সরকার শ্রমিকদের আইনগতভাবে ব্রাজিলে যাওয়ার অনুমতি দিলেও তারা আসলেই কাজের উদ্দেশ্যে যাচ্ছেন নাকি যুক্তরাষ্ট্রে প্রবেশের রুট হিসেবে ব্রাজিলকে ব্যবহার করছেন—সেটা নিশ্চিত হওয়া যায়নি।'

নতুন করে ব্রাজিলে পাঠানোর জন্য কোনো বাংলাদেশিকে অনুমোদন দেওয়ার আগে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে জবাবদিহিতার আওতায় আনা উচিত বলে মনে করেন শরিফুল হাসান।

হাজার হাজার মানুষ ব্রাজিল থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওই রুট বেছে নিচ্ছে বলেও সতর্ক করেন তিনি।

ফেরত আসা বাংলাদেশিরা জানান, গত কয়েক মাসে অনেক বাংলাদেশিকে হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছিল। তবে এবার তাদের ৩৯ জনকে সেরকম কোনো শিকল পরানো হয়নি বলে জানান তারা।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর কার্যক্রম আরও জোরদার করেন। ট্রাম্পের এ নীতির অংশ হিসেবে ইতোমধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বহু মানুষকে ফেরত পাঠানো হয়েছে।

চলতি বছরের ৮ জুন ৪২ বাংলাদেশি এবং ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও ৩৪ বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়।

২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ২২০ জনের বেশি বাংলাদেশি দেশে ফিরেছেন।

যুক্তরাষ্ট্রের আইনে অবৈধ অভিবাসীদের আদালতের আদেশ বা প্রশাসনিক সিদ্ধান্তে ফেরত পাঠানো যায়। আশ্রয়ের আবেদন বাতিল হলে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) অভিবাসনপ্রত্যাশীদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে।