ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

By নিজস্ব সংবাদদাতা, পাবনা
27 November 2025, 19:50 PM
UPDATED 28 November 2025, 03:01 AM

পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী প্রচারণা চালাতে বিকেলে চরগড়গড়ি গ্রামে যান পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডল ও তার সমর্থকেরা। সেসময় বিএনপির একটি দল তাদের ওপর হামলা চালায়। তখন উভয়পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। আহত হন দু'পক্ষের অন্তত ২০ জন। তাদের মধ্যে সাতজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে জামায়াতের প্রার্থী আবু তালেব মন্ডল অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার সময় বিএনপির লোকজন আমাদের ওপর হামলা করেছে।

তিনি আরও বলেন, মানুষ এসব সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে, পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান বলেন, জামায়াতের নেতাকর্মীরা লোকজনকে ভুল পথে চালানোর চেষ্টা করলে গ্রামের মানুষ একত্র হয়ে তাদের ধাওয়া দেয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুন নুর বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।