দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকদের একাংশের কর্মবিরতি শুরু
তিন দফা দাবি আদায়ে দেশের একাংশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ থেকে আবারও কর্মবিরতি শুরু করেছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফিরবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, 'আমাদের একজন সহকর্মী মারা গেছেন এবং অনেকেই পুলিশের হামলায় আহত হয়েছেন।'
মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক আরও বলেন, 'সরকার আমাদের দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আমরা আর ক্লাসে যাব না, এমনকি কোনো পরীক্ষায় অংশ নেব না।'
লিপি জানান, শিক্ষার্থীরা স্কুলে এসে মাঠে খেলাধুলা করছে। সারা দেশের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে কর্মবিরতি পালন করছেন বলে তিনি দাবি করেন।
শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—পে-স্কেল দশম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতিতে বৈষম্য দূর করা এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সমমর্যাদা নিশ্চিত করা।
এর আগে গত ৯ নভেম্বর শিক্ষকরা কর্মবিরতি শুরু করেন। তার আগের দিন ঢাকা শাহবাগে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছিলেন।
ওই ঘটনার পর চারটি শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত 'প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ' সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয়।
দুদিন পর অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আশ্বাস পেয়ে শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি সাময়িক স্থগিত করেন। তবে দাবি পূরণ না হওয়ায় তারা আবারও আন্দোলনে নেমেছেন।