‘অর্থবহ মানবিক সমাজ গড়তে চেয়েছিলেন কবি সুফিয়া কামাল’

By স্টার অনলাইন রিপোর্ট
20 November 2025, 18:00 PM
UPDATED 21 November 2025, 03:53 AM

কবি সুফিয়া কামালের মেয়ে ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রতিষ্ঠাতা সুলতানা কামাল বলেছেন, সংঘবদ্ধভাবে সম্মিলিত শক্তির মধ্য দিয়ে অর্থবহ মানবিক সমাজ গড়তে চেয়েছিলেন কবি সুফিয়া কামাল।

বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে কবি সুফিয়া কামালের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত 'জননী সাহসিকা' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। যৌথভাবে এ সভার আয়োজন করে সাঁঝের মায়া ট্রাস্ট ও এমএসএফ। 

সুলতানা কামাল বলেন, কবি সুফিয়া কামাল ঘাত-প্রতিঘাত এড়িয়ে নারী অধিকার প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গড়তে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা তাকে সবার থেকে আলাদা করে রেখেছিল।

তিনি আরও বলেন, তার নীতি ছিল নিজের যোগ্যতায় জীবন গড়া। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে নৈতিক দৃঢ়তা এবং লোভের কাছে মাথা নিচু না করা।

অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন মহিলা পরিষদের সভানেত্রী পরিচালক ডা. ফৌজিয়া মোসলেম। নারী ও সমাজ উন্নয়নে কবি সুফিয়া কামালের অবদান, তার চিন্তা, চেতনা, জীবন ও কর্মের নানা দিক তুলে ধরেন তিনি।

ফৌজিয়া মোসলেম বলেন, সুফিয়া কামালকে এক কথায় সংজ্ঞায়িত করা যাবে না, তিনি অখণ্ড মানুষের রূপে ধরা দিয়েছিলেন।

সাঁঝের মায়া ট্রাস্টের নির্বাহী সদস্য ও 'আমরাই পারি' সংগঠনের নির্বাহী পরিচালক জিনাত আরা হকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন 'নিজেরা করি' সংগঠনের সমন্বয়কারী খুশি কবীর, প্রিপ ট্রাস্টের নির্বাহী আরোমা দত্ত। কবির লেখা কবিতা আবৃত্তি করেন আশরাফুল আলম। রচনাবলি থেকে পাঠ করেন নাহিদ শামস, তানিয়া খাতুন ও মনির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এমএসএফ প্রধান নির্বাহী মো. সাইদুর রহমান, এএলআরডি নির্বাহী শামসুল হুদা, জাকিয়া হাসান, সুফিয়া আক্তার, ডা. মালেকা বেগম, সৈয়দ আবুল বারাক আলভীসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা।