ময়মনসিংহে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনকে পুলিশে সোপর্দ

By নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ
13 November 2025, 18:37 PM
UPDATED 14 November 2025, 00:46 AM

ময়মনসিংহের মুক্তাগাছায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। 

এ ঘটনায় গতকাল বুধবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করলে আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ।

গ্রেপ্তাররা হলেন—পংকজ দে, রোমান মিয়া ও এমরান হোসেন। অভিযুক্ত চারজনের মধ্যে আমির হোসেন পলাতক।

ওসি রিপন চন্দ্র বলেন, ওই কিশোরী ঢাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করে। গত মঙ্গলবার ঢাকা থেকে রওনা হয়ে রাত সাড়ে ৯টার দিকে সে মুক্তাগাছার বাসস্ট্যান্ডে নামে। পরে প্রতিবেশী অভিযুক্ত পংকজ দের সঙ্গে তার দেখা হয়। পংকজ তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশায় তুলে অন্য জায়গায় নিয়ে যায়। সেখানে পংকজ ও তার তিন সহযোগী সংঘবদ্ধ ধর্ষণ করে।

তিনি বলেন, পরদিন বুধবার সকালে এলাকাবাসী ওই কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী সন্ধ্যায় পংকজ, রোমান ও এমরানকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

রিপন চন্দ্র আরও বলেন, আসামিদের আদালতে সোপর্দ করার পর আদালত ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।