গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি: জীবিত ও জবাই করা ৪৫ ঘোড়া জব্দ
গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকায় অবৈধভাবে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে একটি বাড়িতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতরাত ১০টার দিকে গাজীপুর জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, র্যাব-১ এবং পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ৩৭টি জীবিত এবং জবাই করা ৮টি ঘোড়া জব্দ করা হয়। তবে ঘোড়ার মাংস বিক্রিতে প্রধান সন্দেহভাজন শফিকুল ইসলাম (৪৫) পালিয়ে যান।
অভিযানে নেতৃত্ব দেও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমদ বলেন, 'ঘোড়া জবাই করে মাংস বিক্রি করা সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। এর আগেও অভিযুক্ত শফিকুল ইসলামকে তিনবার জরিমানা করা হয়েছিল, কিন্তু তিনি এ কাজ বন্ধ করেননি। এবার তার বিরুদ্ধে নিষিদ্ধ প্রাণী জবাইয়ের অভিযোগে নিয়মিত মামলা করা হবে।'
র্যাব-১-এর পুলিশ সুপার (এসপি) শহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ পাচ্ছিলেন তারা। অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযান চালানো হয়।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া ঘোড়াগুলোর বেশির ভাগই ছিল রুগ্ণ। এই মাংস মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
জব্দ করা ৩৭টি জীবিত ঘোড়া ও প্রায় পাঁচ মণ মাংস আপাতত স্থানীয় একজনের জিম্মায় রাখা হয়েছে। আজ বুধবার সকালে সেগুলো জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
