বেহাল দশায় এস এম সুলতানের স্মৃতিধন্য স্থানগুলো
প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের উপস্থিতিতে একসময় মুখরিত ছিল নড়াইলের চিত্রা নদীর পাড়। সেই স্মৃতিকে অমর করে রাখতে চিত্রা নদীর পাড়ে 'সুলতান ঘাট' নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তবে সাত বছর কেটে গেলেও ঘাটটির নির্মাণকাজ শেষ হয়নি। অসমাপ্ত অবস্থায় পড়ে থাকা 'সুলতান ঘাট' এখন আগাছা ও জঙ্গলে আচ্ছাদিত।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের জুনে দুইতলা নৌকার আকৃতির সুলতান ঘাট নির্মাণকাজ শুরু হয়। অর্থাভাবে একসময় নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে ঘাটটি আগাছা ও জঙ্গলে ভরে গেছে।
নড়াইলে বেড়াতে আসা বাগেরহাটের শিক্ষক নূর আলম খান বলেন, 'সাত বছর আগে এসে দেখেছিলাম ঘাটের কাজ চলছে, কিন্তু এখন দেখি কাজ বন্ধ। পুরো ঘাট আগাছা আর জঙ্গলে ঢেকে আছে।'
শুধু সুলতান ঘাটই নয়, রক্ষণাবেক্ষণের অভাব ও জনবল সংকটের কারণে অবহেলিত হয়ে পড়েছে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালাও। এই সংগ্রহশালার প্রাঙ্গণেই চিরনিদ্রায় শায়িত আছেন শিল্পী সুলতান।
এই স্মৃতি সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে সুলতানের ২৩টি মূল চিত্রকর্ম ও ৫১টি রেপ্লিকা।
শিল্পী নয়ন বৈদ্য দ্য ডেইলি স্টারকে বলেন, 'দেশ-বিদেশ থেকে সারাবছরই দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন, বিশেষ করে ছুটির দিনে। কিন্তু পর্যাপ্ত সুবিধা না থাকায় দর্শনার্থীদের অভিজ্ঞতা অসম্পূর্ণ থেকে যায়।'
সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি ডেইলি স্টারকে বলেন, 'এখানে জনবল সংকট আছে। আমরা অতিরিক্ত কর্মী চেয়ে আবেদন করেছি। জনবল পাওয়া গেলে ছুটির দিনসহ অন্যান্য সময়েও দর্শনার্থীদের ভালোভাবে সেবা দেওয়া সম্ভব হবে।'
অন্যদিকে, শিল্পীর স্মৃতিকে সংরক্ষণ এবং নড়াইলের উচ্চশিক্ষার উন্নয়নের লক্ষ্যে এস এম সুলতান বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই উদ্যোগ আজও বাস্তবায়নের মুখ দেখেনি।
নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী ডেইলি স্টারকে বলেন, 'সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নির্মিত হয়েছে। আমাদের দাবিও হলো, নড়াইলেও এস এম সুলতানের নামে একটি বিশ্ববিদ্যালয় করা হোক। এতে শিল্পীর সম্মান যেমন রক্ষা পাবে, তেমনই এই অনগ্রসর জেলায় শিক্ষার মানও উন্নত হবে।'
নড়াইলের জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আখতার জাহান ডেইলি স্টারকে বলেন, 'আমরা অন্তত দুই-তিনবার প্রস্তাব পাঠিয়েছি। জমি অধিগ্রহণসহ সংগ্রহশালা সম্প্রসারণ ও ঘাট আকর্ষণীয় করার পরিকল্পনাও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু হবে।'
১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন প্রখ্যাত চিত্রশিল্পী শেখ মোহাম্মদ সুলতান। গ্রামীণ বাংলার কৃষকজীবন, পরিশ্রমী মানুষের সংগ্রাম ও সহজ-সরল জীবনের সৌন্দর্য তার তুলিতে পেয়েছে অনন্য রূপ। রঙ, রেখা ও ভাবের মিশেলে তিনি তুলে ধরেছেন বাংলার মাটির গন্ধ, মানুষের মমতা আর শ্রমের মহিমা। শিল্পপ্রেমীদের কাছে তিনি পরিচিত ছিলেন 'চিত্রার লাল মিয়া' নামে। শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন।
১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেখ মোহাম্মদ সুলতান মৃত্যুবরণ করেন।