মেট্রো পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে যুবক নিহত, ট্রেন চলাচল স্থগিত

By স্টার অনলাইন রিপোর্ট
26 October 2025, 07:04 AM
UPDATED 26 October 2025, 15:41 PM

ফার্মগেট মেট্রো রেলস্টেশনের কাছে মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল স্থগিত রয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে আরও জানান, মৃত ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

12-01.jpg
খুলে পড়া বিয়ারিং প্যাড। ছবি: সংগৃহীত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার (অপারেশন) ইফতেখার হোসেন জানান, স্টেশনের উপরের অংশের একটি  বিয়ারিং প্যাড পড়ে যায়।

তিনি বলেন, 'নিরাপত্তার কারণে দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রো রেলের সব চলাচল বন্ধ রাখা হয়েছে।'

মেট্রোরেলের ৪৩২ ও ৪৩৩ নম্বর পিলারের মাঝামাঝি জায়গায় নিহত ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

ঘটনাস্থলের পাশেই চম্পা আক্তারের দোকান রয়েছে। তিনি এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী।

চম্পা জানান, কিছু একটা লাইনের ওপর থেকে পড়ে জোরে শব্দ হলো। ওই জিনিসটা (বিয়ারিং প্যাড) রাস্তায় একজনের ঘাড়ে পড়ার সঙ্গে সঙ্গে লোকটা ফুটপাথে পড়ে যায়। তার নাক ও মুখ থেকে রক্ত বের হচ্ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই লোকটার শরীর নিথর হয়ে যায়।

এরপর সেই বিয়ারিং প্যাডটা পাশের একটা দোকানের কাঁচও ভেঙে ফেলে। এতে ওই দোকানের মালিক আমির আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান চম্পা আক্তার।

এর আগেও গত বছরের ১৮ সেপ্টেম্বর ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে একটি বিয়ারিং প্যাড সরে যাওয়ার ঘটনায় দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়।

সেতু ও মেট্রোরেলের মতো উঁচু কাঠামোয় ভায়াডাক্ট ও পিয়ারের মাঝখানে বিয়ারিং প্যাড স্থাপন করা হয়।

বিশেষজ্ঞদের মতে, এগুলোর কাজ হলো ওপরের কাঠামো থেকে পিয়ারে ভার স্থানান্তর করা এবং ট্রেন চলাচলে সৃষ্ট কম্পন শোষণ করা।