ইটনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

By নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ
19 October 2025, 04:34 AM

কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার শিমুলবাঁক গ্রামের পাশে ধনু নদী থেকে শ্রীকৃষ্ণ দাসের (৫০) মরদেহ উদ্ধার করা হয়।

তিনি ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের বড়হাটি গ্রামের মৃত রসিক দাসের ছেলে।

ইটনা ধনপুর নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস বলেন, 'সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।'

শুক্রবার সকাল ৭টার দিকে শ্রীকৃষ্ণ নিজের বাড়ির পাশের ধনু নদীতে ডিঙি নৌকায় করে মাছ ধরতে যান। সকাল ৮টার দিকে পাশে থাকা অন্যান্য জেলেরা দেখতে পান, শ্রীকৃষ্ণের নৌকায় জাল ও মুঠোফোন পড়ে আছে কিন্তু তিনি নেই। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় বাসিন্দা আশিক দাস জানান, দুই বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে শ্রীকৃষ্ণ দাসের স্ত্রী মারা যান। তার এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। শ্রীকৃষ্ণের মৃত্যুতে পরিবারটা অসহায় হয়ে গেল।

স্বজনদের বরাতে এসআই নিখিল চন্দ্র দাস জানান, শ্রীকৃষ্ণ দাস কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। তারপরও জীবিকার তাগিদে শুক্রবার সকালে মাছ ধরতে বের হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় অসুস্থতার কারণেই হয়তো নদীতে পড়ে গিয়ে ডুবে মারা যান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।