খোলা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়েল

By নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি
5 August 2025, 05:59 AM

কাপ্তাই হ্রদে পানির চাপ বেড়ে যাওয়ায় বাঁধের ১৬টি স্পিলওয়ের সবগুলোই ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

গতরাত ১২টা ১০ মিনিটে একযোগে স্পিলওয়েগুলো খুলে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি জানান, স্পিলওয়ে দিয়ে এখন প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

এই লেকের পানি কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে।

বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮ দশমিক ১৩ ফুট। বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে, যেগুলো থেকে প্রতিদিন গড়ে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

মঙ্গলবার মধ্যরাত থেকে যে ১৬টি স্পিলওয়ে খোলা হয়েছে, আজ সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেগুলোর মাধ্যমে পানি নিষ্কাশন চলছিল।

এর আগে, সোমবার বিকেলে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে কোনো সময় স্পিলওয়ের গেট খুলে পানি ছাড়ার প্রয়োজন হতে পারে। এতে নদীতীরবর্তী বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।