মাইলস্টোনে পুরোদমে ক্লাস শুরু ৬ আগস্ট

By স্টার অনলাইন রিপোর্ট
3 August 2025, 14:51 PM

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পুরোদমে ক্লাস শুরু হবে আগামী ৬ আগস্ট।

আজ রোববার মাইলস্টোন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আজ সকালে দিয়াবাড়িতে মাইলস্টোন ক্যাম্পাসে শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তারা আসেন এবং শোক ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন। কিন্তু আজ কোনো ক্লাস হয়নি।

মাইলস্টোন কর্তৃপক্ষ জানায়, আজ কলেজ খোলার প্রথম দিন নিহতের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়। কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরন্ নবী এবং অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম অনুষ্ঠানে বক্তব্য দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ আগস্ট থেকে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু হবে। ওইদিন নির্ধারিত সময়সূচি অর্থাৎ সকাল সাড়ে ৮টা থেকে পাঠদান কার্যক্রম শুরু হবে।

গত ২১ জুলাই দুপুর ১টা ১২ মিনিট থেকে ১টা ১৪ মিনিটের মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি দোতলা ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

এ ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। দুর্ঘটনায় ১৫০ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে ৪৩ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।