‘সন্ত্রাসবাদে জড়িত’ অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি আটক

By স্টার অনলাইন ডেস্ক
27 June 2025, 14:24 PM
UPDATED 27 June 2025, 21:00 PM

সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে আটক করেছে সে দেশের পুলিশ।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন ইসমাইলের বরাত দিয়ে আজ শুক্রবার দ্য স্ট্রেইটস টাইমস এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার পুলিশ গত কয়েক দিন ধরে তিন ধাপে অভিযান চালিয়ে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে।

গত ২৪ এপ্রিল সেলাঙ্গর ও জোহর রাজ্যে এ অভিযান শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন এক বিবৃতিতে জানান, 'আটকদের মধ্যে ৫ জনকে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অপরাধে শাহ আলম ও জোহর বারু সেশন আদালত অভিযুক্ত করেছে।'

'১৫ জনকে দেশে ফেরত পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং বাকি ১৬ জনের বিরুদ্ধে তদন্ত এখনো চলমান,' যোগ করা হয় বিবৃতিতে।

মন্ত্রীর বরাতে প্রতিবেদনে বলা হয়, 'মালয়েশিয়ার পুলিশের বিশেষ শাখা থেকে পাওয়া গোয়েন্দা তথ্য অনুযায়ী, আটককৃতরা আইএসের মতাদর্শ প্রচার করছিল এবং নিজেদের কমিউনিটির মধ্যে কর্মী নিয়োগের জন্য সেল গঠন করেছিল।'

স্বারাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বলেন, 'এই সেলগুলোর মাধ্যমে উগ্রপন্থি মতাদর্শ প্রচার, সন্ত্রাসী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ এবং শেষ পর্যন্ত নিজ দেশের বৈধ সরকারকে উচ্ছেদ করার পরিকল্পনা করা হচ্ছিল।'

যোগাযোগ করা হলে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনার শামীম আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, গতরাতে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংক্রান্ত বিবৃতিটি আমার নজরে এসেছে। তাদের অভিযোগ সম্পর্কে আরও সুনির্দিষ্ট করে জানতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।