ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

By নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল
5 June 2025, 02:40 AM
UPDATED 5 June 2025, 10:11 AM

ঈদে ঘরমুখো মানুষের চাপ ও অতিরিক্ত যানবাহনের কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। 

বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া এ যানজট আজ বৃহস্পতিবার সকাল ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে আশেকপুর বাইপাস পর্যন্ত ২৩ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল।

এছাড়া গাজীপুরের চন্দ্রা থেকে মির্জাপুর উপজেলার ১৭ কিলোমিটার এলাকায় ভোর রাত থেকেই থেমে থেমে যানজট দেখা দিয়েছে।

aasaa.jpg
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলি এলাকা থেকে সকাল ৮টায় তোলা ছবি। ছবি: স্টার

টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক দেলোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, অতিরিক্ত গাড়ির পাশাপাশি, দুর্ঘটনা ও রাস্তায় আনফিট গাড়ি বিকল হয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

যানজট নিরসনে কাজ চলছে বলে জানান তিনি।

bk.jpg
ছবি: স্টার

এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মো. শরীফ দ্য ডেইলি স্টারকে বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমে আসবে বলে আশা করা হচ্ছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান, চন্দ্রা থেকে সৃষ্ট যানজট নিরসনে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। আস্তে আস্তে যানজট কমে আসছে।