আকাশে খুলে গেল বিমানের চাকা, ঢাকায় নিরাপদে অবতরণ

By নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
16 May 2025, 09:55 AM
UPDATED 16 May 2025, 19:39 PM

কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে।

তবে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দর থেকে দুপুর ১টা ২১ মিনিটে আকাশে ওড়ার পর পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়।'

গোলাম মোর্তজা বলেন, 'ফ্লাইটটি দুপুর ২টা ২১ মিনিটে ঢাকা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।'

ওই ফ্লাইটে শিশুসহ মোট ৭‌১ যাত্রী ছিলেন বলে জানান তিনি।