শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল 

By স্টার অনলাইন রিপোর্ট 
29 March 2025, 13:12 PM
UPDATED 30 March 2025, 14:27 PM

কেবল ঈদুল ফিতরের দিন বন্ধ থাকবে ঢাকার মেট্রো চলাচল। 

আজ শনিবার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ তাদের ভেরিফারেড ফেসবুক পেজ থেকে জানায়, ঈদের আগে ও পরে স্বাভাবিক নিয়মে চলবে মেট্রোরেল। 

বাংলাদেশে রোববার চাঁদ দেখা গেলে আগামী সোমবার (৩১ মার্চ) পালিত হবে ঈদুল ফিতর। তা না হলে আগামী মঙ্গলবার ঈদ পালন করবে দেশবাসী।  

গত বছরও দুই ঈদে বন্ধ ছিল মেট্রো চলাচল। তবে ঈদের আগে-পরে সময়সূচীতে পরিবর্তন না এনেই যথারীতি চলেছে মেট্রো।