রোহিঙ্গারা জানিয়েছেন তারা বোঝা হতে চান না, নিজ দেশে ফিরতে চান: ড. ইউনূস

By স্টার অনলাইন রিপোর্ট
14 March 2025, 14:00 PM

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গারা তাকে অনুরোধ করেছেন যেন দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।

আজ শুক্রবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেসের সঙ্গে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সফরকালে উখিয়ায় এক বক্তৃতায় এ কথা বলেন তিনি।

এর আগে, রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, 'রোহিঙ্গারা আকুতি জানিয়ে বলেছেন যে, "আমাদের জায়গা জমি আছে সেখানে। আমরা কিছু করে খেতে পারি সেখানে। আমাদের দেশে থাকতে দেওয়া হয়নি বলেই আমরা এখানে আসছি"।'

'আমরা কারও বোঝা হতে চাই না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা তাদের বোঝান যেন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিজ দেশে ফেরত নেওয়া হয়, আমরা কারও বোঝা হতে চাই না। আমরা আমাদের ব্যবস্থা করতে পারব।'

ড. ইউনুস আরও বলেন, 'রোহিঙ্গারা অনুরোধ করেছেন যেন তাদের এই বার্তাটি মিয়ানমারের কাছে পৌঁছে দেওয়া হয়, যেন তাদের দ্রুত ফেরত নেওয়া হয়।'

'তারা তাদের এই কথা দুনিয়ার মানুষকে জানাতে চায়,' বলেন তিনি।

রোহিঙ্গাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, 'আপনাদের সমস্যাকে গুরুত্ব দিয়ে এত দুনিয়ায় ঝামেলা, কোথাও কোথাও যুদ্ধ চলছে, এত কিছুর পরও জাতিসংঘ মহাসচিব এখানে এসেছেন আপনাদের কথা শুনতে। শুধু আপনাদের সঙ্গে ইফতার করবে বলে এত দূর থেকে এসেছেন তিনি, যেন এটার সমাধান হতে পারে। এজন্য আমরা সবাই তাকে ধন্যবাদ জানাই।'

তিনি এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং সবার কাছে দোয়া চান, যেন জাতিসংঘের মহাসচিবকে সঙ্গে নিয়ে এই সমস্যার দ্রুত সমাধান করতে পারেন।