সুধাসদনে এখনো আগুন জ্বলছে

By স্টার অনলাইন রিপোর্ট
6 February 2025, 06:07 AM
UPDATED 6 February 2025, 12:29 PM

রাজধানীর ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন সুধাসদনে এখনো আগুন জ্বলছে। মানুষ এসির যন্ত্রাংশ থেকে শুরু করে আসবাবপত্র যে যা পারছেন নিয়ে যাচ্ছেন।

fire_14.jpg
সুধাসদনে পড়ে থাকা আসবাব নিয়ে যাচ্ছেন মানুষ। ছবি: প্রবীর দাশ/স্টার

ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গতকাল রাতে সুধাসদনে আগুন দেয়।

আগুন.jpg
সুধাসদনের ভিতরে পড়ে থাকা জিনিসপ্রত্র। ছবি: প্রবীর দাশ/স্টার

সুধাসদন থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, আজ সকালেও সুধাসদনের দোতলায় আগুন জ্বলছে। জানালা দিয়ে দেখা গেছে ভেতরে আগনু জ্বলছে। সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। যারা বিভিন্ন আসবাবপত্র নিয়ে যাচ্ছেন, এসির যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছেন।

1973_2.jpg
সুধাসদনের ভিতরে বিভিন্ন নথিপত্র পড়ে আছে। ছবি: প্রবীর দাশ/স্টার

পেশায় গাড়িচালক রাসেল নামের একজন বলেন, 'আমি বাড়ির দলিলের ফটোকপি পেয়েছি। এটা নিয়ে যাচ্ছি। এছাড়া একটি প্লাস্টিকের প্লেট পেয়েছি, সেটাও নিয়ে যাচ্ছি।'