জাতীয়করণের আশ্বাসে ইবতেদায়ি শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

By স্টার অনলাইন রিপোর্ট
28 January 2025, 11:55 AM

জাতীয়করণের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকেরা।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের পক্ষ থেকে আজ মঙ্গলবার দুপুরে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

জাতীয়করণের দাবিতে গত কয়েকদিনের ধরে শিক্ষকরা বিক্ষোভ করছিলেন।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের নির্বাহী সদস্য রবিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, সরকার ২০২৭ সালের মধ্যে পর্যায়ক্রমে নিবন্ধিত সব ইবতেদায়ি মাদরাসাকে জাতীয়করণের আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, 'সরকারের আশ্বাস পেয়ে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করছি।'

আজ দুপুরের মধ্যে জাতীয়করণের বিষয়ে আশ্বাস না পেলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছিলেন শিক্ষকরা।

তাদের দাবি ছিল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ি মাদ্রাসাগুলিকে জাতীয়করণ করা।

বিক্ষোভকারী শিক্ষকরা জানান, অনেক ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা ঠিকমতো বেতন পান না। প্রায় এক হাজার ১০০ প্রতিষ্ঠানের শিক্ষকরা মাসে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত ভাতা পান। তাও অনেক ক্ষেত্রে অনিয়মিত।