সুযোগ আসলে শেখ হাসিনার পক্ষে মামলা লড়ব: জেড আই খান পান্না

By স্টার অনলাইন রিপোর্ট
21 November 2024, 06:50 AM
UPDATED 21 November 2024, 17:18 PM

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার আগ্রহ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।

আজ বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরীর জামিন স্থগিত নিয়ে সাংবাদিকের ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পরে জেড আই খান পান্না নিজেই দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ আদালতে নিয়মিত শুনানির সময় কেউ একজন জানতে চান যে, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিটি) আমি কারও পক্ষে লড়ব কি না। তখন আমি বলেছি, সুযোগ আসলে শেখ হাসিনার পক্ষেই লড়ব।'

অতীতে আপনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনায় সরব ছিলেন। এখন তার পক্ষে লড়তে চাইছেন। এটি আপনার আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক কি না?

জবাবে জেড আই খান পান্না বলেন, 'অবশ্যই সাংঘর্ষিক। কিন্তু প্রত্যেক মানুষের আইনি সুবিধা পাওয়ার অধিকার আছে। মানবিক দিক বিবেচনা করেই আমি শেখ হাসিনার পক্ষে লড়ার আগ্রহ প্রকাশ করেছি।'

'তবে আমি যেকোনো অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিপক্ষে', যোগ করেন তিনি।