দীঘিনালায় পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল, শাহবাগ অবরুদ্ধ

By নিজস্ব সংবাদদাতা, ঢাবি
20 September 2024, 06:27 AM
UPDATED 20 September 2024, 12:48 PM

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে 'বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা' ব্যানারে শতাধিক মানুষ শাহবাগ মোড় অবরোধ করেন।

exim bank.jpg
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা’ ব্যানারে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন শতাধিক মানুষ | ছবি: প্রবীর দাশ/স্টার

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা সমাবেশ করেন। এ সময় তারা পাহাড়িদের বাড়ি-ঘর, দোকান-পাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দুপুর পৌনে ১২টার দিকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যান। প্রায় ২০ মিনিট তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখেন।

এফ-১৫
ছবি: প্রবীর দাশ/স্টার

পাপড়ি চাকমা বলেন, 'খাগড়াছড়িতে হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। সমাবেশ থেকে হামলায় জড়িতদের বিচার ও পাহাড়ে সেনা প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমরা।'

নিপ্পন চাকমা বলেন, 'আমরা যখন আমাদের অধিকার আদায়ে কথা বলি, তখন আমাদের বিচ্ছিন্নতাবাদী বলা হয়। আমরা বিচ্ছিন্নতাবাদী নই। আমাদের ওপর আঘাত এলে অস্তিত্ব রক্ষায় আমরা বসে থাকব না।'