এমপি আনার হত্যা তদন্তে ভারতে যাবে ডিবিপ্রধান হারুনসহ ৩ সদস্যের টিম

By স্টার অনলাইন রিপোর্ট
25 May 2024, 08:24 AM

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের তদন্তে তিনিসহ ডিবির তিন সদস্যের একটি দল শিগগির ভারতে যাবে।

আজ শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'এ বিষয়ে সরকারি আদেশ জারি করা হয়েছে।'

এই হত্যাকাণ্ডের তদন্তে পশ্চিমবঙ্গ সিআইডির চার সদস্যের একটি দল এখন বাংলাদেশে অবস্থান করছে। তারা এখানে তদন্ত শেষ করলেই ডিবি টিম ভারতে যাবে বলেও জানান হারুন।