অটোরিকশাচালকদের বিক্ষোভে রাজধানীতে যানজট

By স্টার অনলাইন রিপোর্ট
20 May 2024, 06:32 AM
UPDATED 20 May 2024, 15:03 PM

ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনে মতো রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকেরা।

এসময় সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।

রাজধানীর রামপুরায় আজ সোমবার সকালে অটোরিকশাচালকদের বিক্ষোভে রামপুরা থেকে শাহাদাতপুর এলাকায় দু্উ থেকে তিন কিলোমিটার দীর্ঘ যানজট দেখা যায়।

সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

taijul.jpg
অটোরিকশা চালকদের বিক্ষোভে রাজধানীতে যানজট দেখা দেয়। ছবিটি রামপুরা ইউলুপ থেকে তোলা। ছবি: প্রবীর দাশ/ স্টার

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক সদস্য ডেইলি স্টারকে বলেন, সকালে অটোরিকশা চালকেরা মিছিল নিয়ে গুলশান শাহদাতপুর থেকে বাঁশতলার দিকে আসার চেষ্টা করলে আমরা তাদের বুঝিয়ে শুনিয়ে সরিয়ে দিই। তবে এসময়ে রাস্তায় যানজট লেগে যায়।

বাড্ডায় কথা হয় মোটরসাইকেল চালক কামরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, হাতিরঝিল থেকে দেড় ঘণ্টা যাবত জ্যাম ঠেলে তিনি বাড্ডা পর্যন্ত আসতে পেরেছেন। গাড়ি ও বাসযাত্রীদের অবস্থা আরও খারাপ।