ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

By স্টার অনলাইন রিপোর্ট
20 September 2023, 08:01 AM
UPDATED 20 September 2023, 18:07 PM

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন হাবিবুর রহমান।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

বর্তমানে ডিএমপির কমিশনার হিসেবে আছেন খন্দকার গোলাম ফারুক। তার চাকরির মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হবে। ডিএমপির ৩৬তম কমিশনার হিসেবে তার স্থলাভিষিক্ত হবেন হাবিবুর রহমান।

হাবিবুর রহমান বর্তমানে টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ও ঢাকা জেলার এসপিসহ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।