তাকসিমকে আরও ৩ বছর ওয়াসা এমডি রাখার প্রস্তাব

By স্টার অনলাইন রিপোর্ট
11 July 2023, 15:21 PM
UPDATED 11 July 2023, 21:57 PM

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তাকসিম এ খানকে আরও এক মেয়াদ রাখার প্রস্তাব করেছে ওয়াসা বোর্ড।

আজ মঙ্গলবার বোর্ডের এক বৈঠকে তাকসিম এ খানকে ওয়াসা এমডি হিসেবে আরও ৩ বছর মেয়াদ বাড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ওয়াসার বোর্ড সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এলজিআরডি মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রস্তাব গৃহীত হলে টানা ৭ মেয়াদে ১৭ বছর ওয়াসার এমডি থাকবেন তাকসিম। 

২০০৯ সালের অক্টোবর থেকে তিনি এই পদে আছেন। তার ষষ্ঠ মেয়াদ শেষ হবে ১৪ অক্টোবর।

মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, 'বৈঠকে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সুজিত কুমার বালা পরবর্তী মেয়াদের জন্য এমডি হিসেবে তাকসিমের নাম প্রস্তাব করেছেন।'

'বোর্ডের কয়েকজন সদস্য প্রস্তাবের সঙ্গে একমত এবং কেউ কেউ ভিন্নমত পোষণ করেছেন,' যোগ করেন তিনি।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছেন প্রকৌশলী তাকসিম এ খান। এমনকি প্রশ্ন উঠেছে তার নিয়োগ প্রক্রিয়া নিয়েও।

৬ লাখ ২৫ হাজার টাকা বেতন ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নেওয়া এবং গত ১৪ বছরে বেতন-ভাতা হিসেবে ৫ কোটি ৮০ লাখ টাকা নেওয়াসহ আলোচনা-সমালোচনার অভিযোগগুলোর সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে যুক্তরাষ্ট্রে তার ১৪টি বাড়ি থাকা নিয়ে প্রকাশিত সংবাদ।