তাকসিমের গ্রেপ্তার-শাস্তির দাবিতে ওয়াসা ভবনে অবস্থান

By স্টার অনলাইন রিপোর্ট
15 August 2024, 09:20 AM
UPDATED 15 August 2024, 15:28 PM

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ওয়াসা ভবনের সামনে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ মানুষ।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে 'ওয়াসার নিরাপদ পানি আন্দোলন' ব্যানারে এই অবস্থান কর্মসূচি শুরু হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন রাজধানীর জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান। এর আগে, ওয়াসার পানি দিয়ে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের শরবত খাওয়াতে এসে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন তিনি।

মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওয়াসার এমডি তাকসিম এ খানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা ওয়াসা ভবনে অবস্থান করছি। বিকেল ৫টা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।'

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গতকাল বুধবার পদত্যাগ করেছেন তাকসিম এ খান। 

২০০৯ সালে ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পান তিনি।

গত ১৫ বছরে ঢাকা ওয়াসায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তাকসিম এ খান। দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ থাকার পরও তাকসিমকে একই পদে দীর্ঘ সময় রাখা নিয়ে প্রশ্ন ওঠে। ২০০৯ সালের পর থেকে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ে ১৬ বার।