মেট্রোরেলে যা করতে হবে, যা করা যাবে না

By স্টার অনলাইন রিপোর্ট
28 December 2022, 04:20 AM
UPDATED 28 December 2022, 22:10 PM

দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন হচ্ছে আজ বুধবার। সাধারণ যাত্রীরা মেট্রোরেলে চড়তে পারবেন আগামীকাল বৃহস্পতিবার থেকে।

উন্নত দেশে গণপরিবহন হিসেবে মেট্রোরেল বেশ জনপ্রিয় হলেও, আমাদের দেশে সবে এর সূচনা।

মেট্রোরেলে চড়তে যাত্রীদের জন্য ইতোমধ্যে বেশকিছু নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো মেট্রোরেলে করা যাবে না।

এ ছাড়া, আরও কিছু নির্দেশনা আছে যেগুলো মেনে চলতে হবে।

যা করতে হবে

প্রয়োজন হলে স্টেশন কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করতে হবে।

নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে সহায়তা করতে হবে।

সহযাত্রীকে প্রয়োজনে সহায়তা করতে হবে।

মনোযোগ দিয়ে ঘোষণা শুনতে হবে।

সবক্ষেত্রে ভদ্রতা ও সৌজন্য বজায় রাখতে হবে।

যা করা যাবে না

পোষা প্রাণী বহন করা যাবে না।

বিপজ্জনক বস্তু বহন করা যাবে না।

পানের পিক বা থুতু ফেলা যাবে না।

প্ল্যাটফর্মে ও ট্রেনে খাবার গ্রহণ করা যাবে না।

ময়লা ফেলা যাবে না।

ফোনের স্পিকার ব্যবহার করা যাবে না।

ধূমপান করা যাবে না।

বৃহদাকার ও ভারি মালপত্র বহন করা যাবে না।

অস্ত্র বহন করা যাবে না।