এবার সুনামগঞ্জ-সিলেট রুটে পরিবহন ধর্মঘটের ঘোষণা

By নিজস্ব সংবাদদাতা, সিলেট
17 November 2022, 07:54 AM

বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে সিলেট ও মৌলভীবাজারের পর এবার সুনামগঞ্জ-সিলেট রুটে ১৮ ও ১৯ নভেম্বর পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক দ্য ডেইলি স্টারকে জানান, ৩ দফা দাবিতে তারা আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সুনামগঞ্জ-সিলেট রুটে সবধরনের বাস চলাচল বন্ধ রাখবে।

তাদের দাবিগুলো হলো— লামাকাজী সেতুতে টোল আদায় বন্ধ করা, অবৈধ সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা এবং সুনামগঞ্জ বাস টার্মিনালের সংস্কার।

আগামী ১৯ নভেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ। সেদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট জেলায় এবং তার আগের দিন শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মৌলভীবাজার জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে।